1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. stsauto2@gmail.com : শেষ আলো : শেষ আলো
শিরোনাম :
প্রেসিডেন্ট জিয়ার নিজ হাতে লেখা যা দৈনিক বাংলায় ২৬ মার্চ ‘১৯৭২ প্রকাশিত হয়েছিল । বারভিডা নির্বাচন ২০২১- ২০২৩ : বিশেষ বুলেটিন  বেরোবি-র  উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির ৪৬ অভিযোগ সিলেটে যুক্তরাজ্য থেকে আসা ২৮ জন যাত্রীর শরীরে করোনা পজিটিভ বিশ্বকাপ সুপার লিগে শুরুতে জিতে ১০ পয়েন্ট পেলো বাংলাদেশ আলোচিত সাবেক এমপি আউয়াল ও তাঁর স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ পূর্বপুরুষের দেশ কলকাতা এসে অভিনেত্রী বনিতা সান্ধু জানলেন, তিনি কোভিড আক্রান্ত নতুন ইতিহাসঃ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক ইলিয়াস খান ফাইজার ভ্যাকসিন গ্রহণের ১ সপ্তাহ পর নার্স করোনা পজিটিভ সরকার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য শীঘ্রই অধ্যাদেশ জারি করবে

সর্বক্ষণ কম্যান্ডো-সশস্ত্র রক্ষী, কঙ্গনাকে ওয়াই প্লাস নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র

  • Update Time : Monday, September 7, 2020
  • 465 Time View

০৭ সেপ্টেম্বর  ২০২০ (শেষআলো ডটকম):   সোশ্যাল মিডিয়ায় একটা স্লোগান ঘুরছে, ‘মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল এখন কঙ্গনা’। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকারকে একের পর এক তোপ দেগে চলেছেন কঙ্গনা রানাউত। এমনকি, মুম্বইকে ‘পাক অধিকৃত কাশ্মীর’ পর্যন্ত বলেছেন বলিউড অভিনেত্রী। পাল্টা হিসেবে শাসক শিবসেনা-এনসিপি নেতারাও তাঁর বিরুদ্ধে আক্রমণ করছেন। মুম্বইয়ে না ঢোকার ‘হুমকি’ দেওয়ারও অভিযোগ রয়েছে। এ বার সেই কঙ্গনা মুম্বই আসার ঘোষণা করতেই তাঁকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিল কেন্দ্র। কঙ্গনা ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কঙ্গনার সঙ্গে সর্বক্ষণ থাকবেন এক জন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার এবং ১১ জন সশস্ত্র পুলিশকর্মী। থাকবেন কম্যান্ডোরাও। মন্ত্রকের এক শীর্ষ আধিকারিকের সূত্রে খবর, সুশান্তের মৃত্যুর পর বলিউডের একাংশের বিরুদ্ধে মাদক-যোগের অভিযোগে সরব হন অভিনেত্রী। তা ছাড়া শিবসেনা-নেতাদের সঙ্গে বাগযুদ্ধ ঘিরে তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই বলিউড ‘কুইন’ এর জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যদিও মন্ত্রকের তরফে এখনও সরকারি ভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন কঙ্গনা রানাউত। লিখেছেন, ‘‘ফ্যাসিস্তরা যে দেশপ্রেমিকদের কণ্ঠরোধ করতে পারবে না, সেটাই প্রমাণিত হল। অমিত শাহের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি চাইলে কিছুদিন পর আমাকে মুম্বই যাওয়ার জন্য বলতে পারেন। উনি একজন ভারতকন্যাকে সম্মান দিয়েছেন, তাঁর আত্মসম্মান ও গর্ব রক্ষা করেছেন।’’

সুশান্তের মৃত্যুর পর থেকে মুম্বই পুলিশের তদন্ত নিয়ে লাগাতার প্রশ্ন তুলে আসছেন কঙ্গনা। শিবসেনার নেতৃত্বে মহারাষ্ট্র সরকারের সমালোচনা করে চলেছেন ক্রমাগত। মুম্বইয়ে থাকতে তিনি ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন। শিবসেনা-এনসিপি নেতৃত্ব তাঁকে উদ্দেশ্য করে পাল্টা বলেন, কঙ্গনার উচিত মুম্বইয়ে না থাকা। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখ বলেছিলেন, ‘‘শহরকে নিরাপদ মনে না করলে মুম্বইয়ে ফিরে আসবেন না।’’ রাজনৈতিক শিবিরের পর্যবেক্ষণ, কার্যত কঙ্গনাকে মুম্বইয়ে না ঢোকার হুমকি দিয়েছেন শিবসেনা-এনসিপি নেতারা। তার পরেও কঙ্গনা বলেছেন, মুম্বই যেন ‘পাক অধিকৃত কাশ্মীর’। পাল্টা জবাব দিয়েছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।

কঙ্গনা বর্তমানে তাঁর জন্মস্থান হিমাচল প্রদেশে রয়েছেন। রবিবার তিনি একটি ভিডিয়ো বার্তায় সঞ্জয় রাউতের উদ্দেশে বলেছেন, ৯ সেপ্টেম্বর তিনি মুম্বই যাচ্ছেন। কিন্তু শিবসেনা-এনসিপি নেতাদের সঙ্গে চাপান-উতোর যে পর্যায়ে পৌঁছেছে, তাতে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্র। সেই কারণেই তাঁর ওয়াই প্লাস নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। যদিও পর্যবেক্ষকদের একাংশের মতে, লাগাতার শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী। A Bazer 07092020

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 sheshalo
Site Customized By NewsTech.Com